News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

শিল্প কারখানার দূষণ বন্ধে সেন্ট্রাল ইটিপি স্থাপনের বিকল্প নেই


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:১৭ পিএম শিল্প কারখানার দূষণ বন্ধে সেন্ট্রাল ইটিপি স্থাপনের বিকল্প নেই

নারায়ণগঞ্জে শিল্প দূষণ রোধ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবাদী সংগঠন "বেলার" উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় শিল্প দূষণ নিয়ন্ত্রণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর উদ্যোগে বুধবার দুপুরে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন।

সভাপতিত্ব করেন বেলার হেড অব প্রোগ্রাম মোঃ ফিরোজুল ইসলাম। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ, নদী রক্ষা কমিশনের আহমেদ শামস কাদির, বিআইডব্লিউটিএ'র উপপরিচালক মোবারক হোসেন মজুমদার, পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উপ পরিচালক রাশেদ মোবারক, জেলা কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক জহিরুল হক, চেম্বারের পরিচালক সোহেল আক্তার, শিল্প পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ ওয়ালীউল্লাহ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারি মহাপরিদর্শক মোঃ ওমর ফারুক, এলজিইডি'র সহকারী প্রকৌশলী ইয়াসির আরাফাত, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী স্বপন চন্দ্র সরকার, বেলা কো-অর্ডিনেটর মোঃ মামুনসহ আরো অনেকে। 

সভায় বক্তারা দূষণ রোধ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা চিত্র তুলে ধরে বলেন, শিল্প নগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ জেলাটি শীতলক্ষ্যা, মেঘনা, ধলেশ্বরী, বালু, ব্রহ্মপুত্র, তুরাগ ও বুড়িগঙ্গা নদী দ্বারা পরিবেষ্টিত। বিগত কয়েক দশকে এ অঞ্চলে অননুমোদিত ও অপরিকল্পিত শিল্পকারখানা গড়ে ওঠায় নদী ও জলাশয় মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

পরিশোধনবিহীন তরল ও কঠিন বর্জ্য নদীতে ও খালে ফেলা হচ্ছে। জলাশয় দখল এবং নগরীর বর্জ্য ব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা জনস্বার্থ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সভায় অংশগ্রহণকারী সংশ্লিষ্ট অংশীজনরা শিল্প পরিচালনায় বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ, কার্যকর মনিটরিং এবং বর্জ্য অব্যবস্থাপনা রোধে কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করেন। 

বিআইডব্লিউটিএ'র উপপরিচালক মোবারক হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশে শীতলক্ষ্যা তীরবর্তী ১৬২টি শিল্পকারখানাকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও ২৫ লাখ অধিবাসীর গৃহস্থালি পয়:নিস্কাশনের বর্জ্য ৩০ ড্রেনের মাধ্যমে নদীতে পড়ছে।

জেলা কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক জহিরুল হক বলেন, নারায়ণগঞ্জে কৃষি জমিতে ক্যাডমিয়ামসহ শিল্পবর্জ্য মারাত্মক প্রভাব ফেলছে। এক সমীক্ষায় দেখা গেছে নারায়ণগঞ্জে একটি কৃষি জমিতে উৎপাদিত লালশাক পরীক্ষা করে দেখা গেছে ক্যাডমিয়ামের পরিমাণ ৭২৪ যেখানে অন্য স্থানের লালশাকে ১৯২।  

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, পরিবেশকে ধ্বংস করে কোন উন্নয়ন সাসটেইনেবল হয়না। পরিবেশকে রক্ষা করেই উন্নয়ন করতে হবে। নারায়ণগঞ্জে শিল্প কারখানার দূষণ বন্ধে সেন্ট্রাল ইটিপি স্থাপনের বিকল্প নেই। নদী জলাশয় হচ্ছে প্রকৃতির ফুসফুস। বায়ুদূষণ কমাতে হবে। 

Islam's Group