News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

জামায়াতের প্রথম প্যানেলেই আলোচনা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:৫৪ পিএম জামায়াতের প্রথম প্যানেলেই আলোচনা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এবারের নির্বাচনের মধ্য দিয়ে বারের ইতিহাসে এবারই প্রথম প্যানেল দিয়েছেন জামায়াত সমর্থিত আইনজীবীরা। আর জামায়াতের এই প্রথম প্যানেলেই যেন কাঁপন ধরিয়েছে বিপরীত পক্ষে থাকা প্যানেলের আইনজীবীদের। সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের জন্যই নির্বাচনী লড়াইটা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

আদালতপাড়া সূত্র বলছে, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এবারের নির্বাচনকে কেন্দ্র করে তিনটি প্যানেল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে এবারই প্রথম জামায়াতপন্থী আইনজীবীদের বাংলাদেশ ল'ইয়ারস কাউন্সিল মনোনীত প্যানেল ঘোষণা করা হয়েছে। যার নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া।

তাদের বিপরীতে বিএনপিপন্থী আইনজীবীদের দুই প্যানেলের একটিতে নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান। আরেকটির নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব।

আর এই তিন প্যানেলের প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচনী লড়াই বেশ জমজমাট হয়ে উঠেছে। সেই সাথে সকল প্যানেলেরই প্রতিদ্ব›দ্বী প্রার্থীদেরকে বেশ লড়াই করতে হচ্ছে। বিশেষ করে বিএনপির পন্থী আইনজীবীদের মূল নেতৃত্বে থাকা সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেলকে বেশ বেগ পোহাতে হচ্ছে।

তাদের সাথে লড়াইয়ে রয়েছেন আদালতপাড়ার প্রভাবশালী আইনজীবী সহ জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা। ফলে সরকার হুমায়ুন কবির ও এইচ এম আনোয়ার প্রধানের লড়াইয়ের সাথে সকলের ইমেজ জড়িত রয়েছে। আর নির্বাচনী ফলাফল যদি তাদের বিপরীতে চলে যায় সেক্ষেত্রে সকলেরই ইমেজে ঘাটতি ঘটবে।

যার সূত্র ধরে জামায়াত সমর্থিত আইনজীবীদের প্রতিদ্ব›দ্বীতার জন্য সকলকেই পরিশ্রম করতে হচ্ছে। যে কোনো উপায়েই হোক তাদের বিজয় করতে হবে। কিন্তু এই বিজয় অর্জনে বাধা হিসেবে আবির্ভাব হয়েছে জামায়ত সমর্থিত আইনজীবীরা। ফলে জামায়াত সমর্থিত আইনজীবীরী সরকার হুমায়ুন কবির ও এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন প্যানেলের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আইনজীবীদের সূত্র বলছে, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের মনোনীত জামায়াত সমর্থিত আইনজীবী প্যানেল রয়েছেন সভাপতি পদে অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট আল আমিন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট ই¯্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো: মজিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদুর রহমান।

সেই সাথে সদস্য পদে রয়েছেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আফরোজা জাহান, অ্যাডভোকেট তাওফিকুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট রাকিবুল হাসান।

জামায়াতপন্থী আইনজীবী প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মো. মাঈন উদ্দিন মিয়া বলেন, আমরা ল'ইয়ারস কাউন্সিলের পক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত ১৭ টি পদে প্রতিদ্ব›দ্বীতা করছি। নির্বাচন কমিশনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা মনে করি বিগত সময়ে নির্বাচনগুলো যেভাবে কলুষিত করা হয়েছে আমাদের প্যানেল দেয়ার মাধ্যমেই নির্বাচনী ব্যবস্থা ফিরে এসেছে।

সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ বলেন, বিগত দিনগুলোতে আইনজীবীরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিলো। এবার আমরা ল'ইয়ারস কাউন্সিল নির্বাচন করতে যাচ্ছি। আইনজীবীদের আশ্বস্ত করছি। তিন প্যানেলের প্রতিযোগিতায় আইনজীবীতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই নির্বাচনকে একটি আদর্শ মডেল নির্বাচন হিসেবে রূপান্তরিত করতে চাই।

Islam's Group