বন্দর উপজেলার মদনপুর ইস্ট টাউন আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার ২৭ আগস্ট সকালে মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে ও তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খাঁনের তত্তাবধানে এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এসময় আবাসিক এলাকার ভবন মালিকদের ভ্রাম্যমান আদালতে ৯০ হাজার টাকা অর্থদণ্ড করেন, পাঁচটি আবাসিক ভবনের গ্যাসের পাইপ লাইন তুলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জ্বালানি ও খনিজ বিভাগের কর্তৃপক্ষ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি প্রকৌশলী রনি, মোরসালিন ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ, বন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :