News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

কোটি টাকার গাড়িতে জাকির খান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ১০:৪২ পিএম কোটি টাকার গাড়িতে জাকির খান

টানা ৯৫২ দিন কারাবন্দি পর চলতি বছরের ১৩ এপ্রিল কারামুক্ত হন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা সহ ৩৩ টি মামলার আসামী ছিলেন তিনি। ২২ বছর নারায়ণগঞ্জ থেকে পলাতক ও কারাবন্দি জীবনে মাত্র সাড়ে ৫ মাসে বদলে গেছে তার জীবন। লাখ টাকা প্রাডো চড়ে যখন জাকির খান নারায়ণগঞ্জ এপাড় থেকে ওপাড় ঘুরপাক করছিলেন তখন নতুন আলোচনা সৃষ্টি হয়েছে চাঁদপুরে। সাড়ে ৪ কোটি টাকার বেশি দামী বিলাসবহুল এসআইভি একটি ‘রেঞ্জ রোভার’ গাড়িতে চড়ে দুই হাত উড়িয়ে সমর্থকদের উৎসাহ দেয়া ভিডিওতে জাকির খান আবারো ভাইরাল হয়েছে। এর আগেও আজমেরি ওসমানের সেকেন্ড ইন কমান্ড পাগলা হামিদের প্রাডো গাড়ী চড়া নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিলেন জাকির খান।

জানা গেছে, ৩ অক্টোবর শুক্রবার সৌদি আরবের রিয়াদ বিএনপি সভাপতি বশির হোসেনের আমন্ত্রণে চাঁদপুরের মতলবে যান জাকির খান। ওই বহরে ঢাকা-৭ লালবাগ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ইসহাক সরকার সহ নারায়ণগঞ্জের খানের সমর্থকদের দেখা গেছে। যাত্রাকালে একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে জাকির খান দামি রেঞ্জ রোভারে ছাদের গ্লাস খুলে হাত-পা বের করে উল্লাস প্রকাশ করছেন। ওই সময়ে সামনে পিছনে গাড়ী বহর থাকলেও আশেপাশে গ্রামবাসী বা সাধারণ মানুষদের দেখা যায়নি। দুই হাত তুলে আবারো জাকির খান নেটিজনদের সমালোচনা পড়েছেন।

চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশি তানভীর হুদা ও ঢাকা-৭ লালবাগ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশি ইসহাক সরকারকে নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জাকির খান। বিগত আওয়ামীলীগ সরকার আমলে এই আসনে এমপি ছিলেন আলোচিত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

Islam's Group