News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

খানপুর হাসপাতালে বাবুলের নির্দেশে বৃক্ষ রোপন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৬:৩৪ পিএম খানপুর হাসপাতালে বাবুলের নির্দেশে বৃক্ষ রোপন 

নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালকে সবুজ শ্যামলের সৌন্দর্যে ঘিরতে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের নির্দেশে কাজ করে যাচ্ছেন তারই ছোট ভাই জহির আহমেদ সোহেল।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর সকালে খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে বৃক্ষ রোপন করা হয়। বৃক্ষ রোপন যুক্ত ছিল ঔষধি, ফলজ ও বনজ জাতীয় গাছ। যা বড় হলে হাসপাতালে চারিপাশ সবুজে ভরে উঠবে। 

বৃক্ষরোপণ শেষে প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল বলেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন সমস্যার রোগী এই খানপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আমি যতটুক শুনেছি একটি ভালো ন্যাচারাল জায়গা থাকলে রোগ আরো ভালো হয়। তাই আমাদের প্লান হচ্ছে এই ৩শ শয্যা হাসপাতালকে চারপাশে ঘিরে থাকবে সবুজ সেখানে থাকবে ফলজ, ঔষধি গাছ, ফুলের গাছ যা দেখতে একেবারে ভিন্নতা থাকবে। কেউ এখানে চিকিৎসা নিতে আসলে যেন মনে করে এটি বাংলাদেশ নয় বাইরের কোন একটি হাসপাতাল। এবং এই হাসপাতলে চিকিৎসা নিতে এসে আল্লাহর রহমতে এই প্রকৃতি দেখে অর্ধেক রোগ সেরে যাবে বলে আমি মনে করি। আপনারা দেখেছেন আগে এই হাসপাতালটিতে যারা চিকিৎসা নিতে আসতো কি ময়লা দুর্গন্ধ ও খারাপ অবস্থায় ছিল। এখন আপনারা দেখবেন আগের থেকে এ হাসপাতালের চেহারা অনেকটাই পরিবর্তন হয়েছে। এই গাছগুলো আরো লাগানো হবে হাসপাতালে চারদিক ঘিরে। নারায়ণগঞ্জের স্বাস্থ্যখাত উন্নয়নে আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল নানাবিধ কর্মসূচী হাতে নিয়েছেন। এর মধ্যে ডেঙ্গু চিকিৎসায় ব্যবহৃত কিট প্রদান করেছেন তিনি। হাসপাতালের অভ্যন্তরিন পরিবেশের সৌন্দর্য বর্ধনে ময়লা আবর্জনা পরিষ্কার করে সেখানে ফুলের গাছ লাগানো হয়েছে। রাস্তার পাশে যে ড্রেনটি রয়েছে সেটা পরিষ্কার করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে নারায়ণগঞ্জ হাসপাতালকে পরিচ্ছন্নতার আওতায় নিয়ে আসা। 

গত কয়েকদিন আমরা হাসপাতাল এবং এর আশপাশে পরিষ্কার করেছি আর আজকে আমরা বৃক্ষরোপন করার কর্মসূচী পালন করছি। একজন আমাকে প্রশ্ন করেছেন যে পরিচ্ছন্ন কর্মসূচী আমরা হাতে নিয়েছি সেটা কি দুই দিনের জন্য। আমরা বলতে চাই যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এ কর্মসূচী চলমান থাকবে। আমার সাথে যাদেরকে দেখছেন এরা প্রত্যেকেই ভদ্র পরিবারের সন্তান। এদেকে নিয়ে আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলবো। এটা শুধু হাসাপাতাল নয় যেকোন স্থানে প্রয়োজন হবে আমরা সেখানেই পরিচ্ছন্নতার জন্য কাজ করবো। সাংবাদিক ভাইদের বলবো, যেটা সত্যি আপনারা সেটাই তুলে ধরুন।

Islam's Group