News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

শব্দ দূষণের দায়ে পাঁচটি যানবাহনকে অর্থদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৮:৫৩ পিএম শব্দ দূষণের দায়ে পাঁচটি যানবাহনকে অর্থদণ্ড

উচ্চ শব্দে হর্ন ব্যবহার করে শব্দ দূষণের অভিযোগে পাঁচটি যানবাহনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও পাঁচটি হর্ন জব্দ করেছে পরিবেশ অধদপ্তরের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব খন্দকার শমিত রাজার নেতৃত্বে নারায়ণগঞ্জের সদর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয় করে কাজ করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল মাহামুদ এই অভিযানে প্রসিউকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় জানিয়েছে, শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

Islam's Group