News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মুছাপুরে সেই বিএনপি নেতার বাড়িতে হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৭:৫৮ পিএম মুছাপুরে সেই বিএনপি নেতার বাড়িতে হামলা

বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দাবি করা তাওলাদ মাহমুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু ও দুই মেম্বার সহ তার বাহিনীর বিরুদ্ধে।

বুধবার ২৯ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে বন্দর উপজেলাধীন মুছাপুর বাজুরবাগ এলাকায় এই ঘটনা ঘটে।  

এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু ও ৬নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার লাভলী সহ ১৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপি নেতা তাওলাদ মাহমুদ।    

অভিযোগের বিবরণে জানা যায়, বিবাদীরা নানা ধরনের অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত এবং তার প্রতিবাদ করলে তাদের সাথে বিরোধ চলে। যার প্রেক্ষিতে কিছুদিন পূর্বে আমার উপর হামলা চালিয়ে আমার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়।  এই ঘটনায় বিবাদীদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলা সংক্রান্তে বিবাদীরা আমাকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ধরনের হুমকি দিয়ে আসছে। আমি মামলা তুলে না নিলে বিবাদীরা আমার বাড়িঘর ভাঙচুরসহ আগুনে পুড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখায়। এরই ধারাবাহিকতায় গতকাল ২৯ রাত সাড়ে ৮ টার দিকে উক্ত বিবাদীরা সঙ্গবদ্ধ ভাবে দেশীয় অস্ত্রশসস্ত্রে সজ্জিত হয়ে বন্দর থানাধীন বাজুর বাগ সাকিনস্থ আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। বাড়িতে থাকা আমার ভাতিজি আইরিন(৩০), আমার বোন হোসনে আরা(৬৫) এবং আমার নাতি মো. নাওয়াদ(৯) দের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আমার বাড়িঘর ভাঙচুর করে, থাইগ্লাস ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়াও বিবাদীরা আমার ঘরের ভেতর প্রবেশ করে ঘরের আসাবপত্র, আনুসাঙ্গিক জিনিসপত্র ভাঙচুর করে এবং স্টিলের আলমারীতে থাকা নগদ ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার ) টাকা, স্বর্ণের গহনা, (গলার হার- ২ ভরি, গলার চেইন- ০১ ভরি, হাতের চুরি- ১ ভরি ৪ আনা) যাহার সর্বমোট ওজন ০৪ ভরি ০৪ আনা, যার সর্বমোট মূল্য অনুমান ৮,৩০,০০০/- টাকা সহ আনুসাঙ্গিক জিনিসপত্র নিয়ে যায়।  সে সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে মামলা তুলে না নিলে পুনরায় রাতের আঁধারে আমার বাড়িতে আগুন দিয়ে আমাদের আগুনে পুড়িয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। বিবাদীরা বিগত আওয়ামীলীগের দোসর ও সন্ত্রাসী প্রকৃতির লোক বিধায় তাদের আতঙ্কে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জুর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনকল রিসিভ করেনি।

Islam's Group