ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাত সাড়ে ৭ টায় কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি কাভার্ডভ্যান মহাসড়কের ঢাকামুখী লেনের কাঁচপুর ব্রিজে উঠাকালীন সময়ে ব্রেক ফেল করেন। এসময় গাড়িটি ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিকে নেমে যাওয়ার সময় নিহত পথচারী ঘটনাস্থল দিয়ে সড়ক পারাপার হচ্ছিলো। ঠিক তখনই সে চাপা পড়ে যান এবং তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান। তিনি বলেন,একটি কাভার্ডভ্যান ব্রিজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে নামলে ওই তরুণ চাপা পড়ে,এতে তার মৃত্যু হয়। আমরা এখনো নিহতের নাম-ঠিকানা পাইনি। তবে বয়স আনুমানিক ২২ হবে।








































আপনার মতামত লিখুন :