নারায়ণগঞ্জের ফতুল্লায় ইজিবাইক চালক মমিনুর'কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা মামুন ওরফে প্রিন্স মামুন'কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১
মামলার বিবরন সূত্রে জানা যায় যে, নিহত মমিনুর হক (২৮) পরিবার নিয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর নরসিংপুরে হারুন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। তিনি পেশায় একজন অটো চালক ছিলেন। প্রতিদিন সকাল অনুমান ৮টায় বাসা হতে অটো চালাতে মাসদাইর রিপন মিয়ার গ্যারেজে যেতেন এবং রাত্র অনুমান ১০টায় অটোরিক্সা গ্যারেজে জমা দিয়া নিজ বাসায় ফিরে আসতেন।
গত ২৮ অক্টোবর সকাল অনুমান ৮টায় নিজ বাসা হতে বের হয়ে ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতে যান। একই তারিখ দুপুর অনুমান ১২ টায় সময় উক্ত গ্যারেজে অটো চার্জে দেন। পরবর্তীতে অপর অটোরিক্সা চালক মোঃ সবুজ (২১) এর সহিত এক সাথে পঞ্চবটি মোড় চায়না প্রজেক্ট এর পাশে যান। তখন পূর্ব-শত্রুতার জেরে মামুন সহ অন্যান্য আসামিরা মমিনুল হক এবং তার সঙ্গীয় অটোরিক্সা চালাক মোঃ সবুজকে কথা আছে বলে ফতুল্লা মডেল থানাধীন পঞ্চবটি প্রধান পাম্পের পশ্চিম পাশের চিপা গলির ভিতর নিয়ে দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবী করে। দুই জন টাকা দিতে রাজি না হওয়ায় আসামিরা মারধর সহ হত্যার হুমকি প্রদান করে। একপর্যায়ে আসামি মামুন সহ সকল আসামিরা টাকা না পেয়ে গুরুতর নীলা-ফুলা ও রক্তাক্ত জখম করে।
পরবর্তীতে নিহতের পিতা জালাল উদ্দীন (৬৪) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ৩০ অক্টোবর সকালে মাসদাইর এলাকা হতে মূলহোতা মোঃ মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।








































আপনার মতামত লিখুন :