রূপগঞ্জে চাঁদাদাবি করে না পেয়ে ব্যবসায়ীকে গুলি করে আহত করার ঘটনার মূল আসামি শফিকুল ইসলাম শফিক (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে ডিএমপি, ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তা করে র্যাব। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অত্যন্ত ৬টি মামলা রয়েছে বলে প্রেস বিবৃতিতে নিশ্চিত করেছে র্যাব-১১। গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করার ঘটনা ঘটে।
প্রাথমিক অনুসন্ধান ও বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে র্যাব জানায়, শফিকুল ইসলাম শফিক ও তার লোকজন লোকমান হোসেনের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দিলে লোকমান হোসেন বাধ্য হয়ে ১ লাখ টাকা পরিশোধ করেন। ১৮ অক্টোবর দুপুরে দাবিকৃত আরও ৪ লাখ টাকার জন্য শফিক তার লোকজন নিয়ে লোকমানের কাছে আসে। লোকমান টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে, যা তার ডান পায়ে বিদ্ধ হয়। এসময় লোকমানের চিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ডিএমপি, ঢাকার সবুজবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :