News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

মহানগর যুবদলের মেরুকরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৯:৩২ পিএম মহানগর যুবদলের মেরুকরণ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের রাজনীতিতে আবারও নতুন মেরুকরণ পরিলক্ষিত হচ্ছে। বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের বাইরে গিয়ে নতুন করে একটি বলয় গড়ে উঠছে যে বলয়ের প্রধান নেতৃত্বে রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে. এম মাজহারুল ইসলাম জোসেফ।

সেই সাথে তাকে সমর্থন দিয়ে যাচ্ছেন বর্তমান মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান। পাশাপাশি আরও অনেক সাবেক নেতা এখানে যুক্ত হয়ে বলয়টিকে আরও শক্তিশালী করে তুলছেন। তাদেরকে সমর্থন দিয়ে যাচ্ছেন মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। সবমিলিয়ে মহানগর যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটি বাইরে গিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন একটি বার্তা দেয়া হচ্ছে।

জানা যায়, মহানগর যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি কে. এম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয়। আর এই কর্মসূচিকে সফল করার জন্য সাবেক ও বর্তমান নেতাদের সম্পৃক্ত করা হয়। শুধুমাত্র সম্পৃক্তের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়নি  তাদেরকেই দায়িত্বও দেয়া হয়।

একই সাথে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে র‌্যালী বের করার সিদ্ধান্ত হয়। আর এই র‌্যালীকে জাকজমকপূর্ণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে সাবেক ও বর্তমান নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন। বিভিন্ন এলাকায় খন্ড খন্ড মিছিল আসতে আসতে এ পর্যায়ে বিশাল জনসমাবেশে পরিণত হয়।

সেইসাথে সমাবেশে প্রধান অতিথি হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হেসেন খান এবং উদ্বোধক হিসেবে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত থেকে  বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালীর উদ্বোধন করেন।

কে. এম মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির আহ্বায়ক মাসুদ রানা, মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাগর প্রধান, সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্তু ও জুয়েল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

র‌্যালীপূর্ব সমাবেশে নেতাকর্মীদের বক্তব্য ছিলো- বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের বিরুদ্ধে। তারা মহানগর যুবদলকে ঐক্যবদ্ধ করতে পারেনি। দলীয় আন্দোলন সংগ্রামে তাদের কোনো ভূমিকা ছিলো না। সেই সাথে বর্তমানে তারা মহানগর যুবদলকে বিতর্কিত করে ফেলেছেন। ফলে তাদের বাইরে সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। 

এর আগে উৎসাহ, আনন্দ এবং উদ্দীপনার মধ্য দিয়ে মহানগর যুবদলের সাবেক নেতাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সাবদী এলাকায় সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকার যুবদলের সাবেক নেতাকর্মীদের উপস্থিতিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

মিলন মেলায় যুবদলের নেতাকর্মী নিজেদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও প্রীতিভোজ সহ আলোচনা সভার আয়োজন করা হয়। একই সাথে যুবদলের সাবেক নেতাদের পক্ষ থেকে বন্দর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অসুস্থ সানোয়ার হোসেনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

দলীয় সূত্র বলছে, ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটির অনুমোদন দেন। আর এই কমিটিতে আহ্বায়ক পদে মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ও সদস্য সচিব পদে আছেন শাহেদ আহমেদ।

আর মহানগর যুবদলের এই কমিটি ঘোষণার পর থেকেই বিএনপির প্রত্যেক কর্মসূচিতে মনিরুল আলম সজল ও শাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর যুবদল প্রত্যেকটি কর্মসূচিতে সরব ভূমিকা পালন করে আসছিলেন। তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে মহানগর বিএনপির কর্মসূচির পূর্ণতা বয়ে আসে। সেই সাথে কেন্দ্রের কর্মসূচিতেও তারা সরব ভূমিকা রেখে আসছিলেন।

এদিকে কমিটি গঠনের শুরু থেকেই সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন। মহানগর যুবদলের ব্যানারে আলাদাভাবে নিজেকে জানান দিয়ে আসছেন। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আরও অনেক বেশি সবর হয়েছেন। এবার তিনি অন্যদের সাথে মিলে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন।

এছাড়া একসময়ের ছাত্রনেতা ও মহানগর যুবদলের পদপ্রত্যাশী মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে একদল যুবদলের নেতাকর্মীরা সবসময় আলাদাভাবে নিজেদেরকে জানান দিয়ে আসছেন। কখনও কখনও তাদের সাথে মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা একাত্মতা পোষণ করছেন। মহানগর যুবদলের ব্যানারে কেন্দ্রীয় নেতাও তাদের সাথে সভা-সমাবেশে যোগ দিয়েছেন।

Islam's Group