আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। শুক্রবার বিকেলে ফতুল্লায় নিজ বাসায় এক সভায় তিনি নির্বাচনের ঘোষণা দেন। সেখানে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শাহআলমের ঘোষণার পরেই সকলে করতালি দিয়ে তাকে স্বাগত জানান।
শাহআলম বলেন, ২০০৮ সালে সংসদ নির্বাচনে আমি ধানের শীষ নিয়ে লড়েছিলাম। আমাকে জোর করে পরাজিত করা হয়। ভোটের পর আমি কষ্ট ও দুঃখ নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে এত আদর করলেন যে আমি দুঃখ আর কষ্টের কথা বলতে পারি নাই। আমাকে বলেছে আমি জানি শাহআলম তুমি বিজয়ী হয়েছ। তুমি আমাদের সাথে থাকো, রাজনীতি করো। ম্যাডামের সেই কথায় আন্তরিকতার সঙ্গে মেধা ও শ্রম নিয়ে রাজনীতিটা করছি।
শাহআলম বলেন, বিগত দিনে আমার বিরুদ্ধে ২৪টি মামলা হয়েছে। তার পরেও আমি বিএনপির নেতাকর্মীদের আগলে রেখেছিলাম। মামলার সময়ে সহযোগিতা করেছি। আমার কল কারখানা বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছিল। তার পরেও বিএনপিকে ভালোবেসে নেতাকর্মীদের আগলে রেখেছিলাম।
তিনি বলেন, আমার নেতা তারেক রহমান প্রার্থী বাছাইয়ে চারটি বিষয় উল্লেখ করেছেন। আমি কোন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত না। আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম থাকলে বিএনপি এবারও আমাকে মনোনয়ন দিবে।
তিনি বলেন, ২০০১ সাল থেকে আমি বিএনপিতে সক্রিয় রয়েছিলাম। আমি জীবনের শুরু হতেই প্রচারবিমুখ। আমি নিজেকে জাহির করি নাই।








































আপনার মতামত লিখুন :