News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

বিজিবি নায়েক আক্তারের মৃত্যুতে এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৩:০৬ পিএম বিজিবি নায়েক আক্তারের মৃত্যুতে এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের শোক

বর্ডার গার্ড বাংলাদেশ-এর কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্য নায়েক মো.আক্তার হোসেন  শুক্রবার ৩১ অক্টোবর বেলা সোয়া ১২টায় সিএমএইচ, ঢাকা-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১২ অক্টোবর কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুআমতলী বিওপি-তে অস্থায়ী সংযুক্ত দায়িত্ব পালনকালে পেয়ারাবুনিয়া এলাকায় টহলরত অবস্থায় মাইন বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে সিএমএইচ, রামু সেনানিবাসে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পরবর্তীতে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে উন্নত চিকিৎসার জন্য বিজিবি হেলিকপ্টার যোগে সিএমএইচ, ঢাকায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা চলাকালীন অবস্থায় ৩১ অক্টোবর সকাল ১১ তাঁর হার্ট অ্যাটাক হয়। ব্রিগেডিয়ার জেনারেল সাদাত বিন সিরাজ (ইন্টেনসিভিস্ট বিশেষজ্ঞ)-এর তত্ত্বাবধানে ৪৫ মিনিট ধরে ঈচজ প্রদান করা হলেও হার্ট পুনরায় কাজ না করায় দুপুর সোয়া ১২টায় তাকে মৃত ঘোষণা করা হয়।

দেশের সীমান্ত রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে শহীদের মর্যাদা অর্জনকারী এই সাহসী বিজিবি সদস্যের মৃত্যুতে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন, নারায়ণগঞ্জ ইউনিট  গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধরার তৈফিক দান করুন।

Islam's Group