News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

বিএনপি সন্ত্রাস মুক্ত রাজনীতি করেছে : সাদরিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৭:০৯ পিএম বিএনপি সন্ত্রাস মুক্ত রাজনীতি করেছে : সাদরিল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল আগামী নির্বাচনে দেশের উন্নয়নের জন্য বিএনপিকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সংসদীয় আসন নারায়ণগঞ্জ ৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) থানার সোনারগাঁও শম্ভুপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে ধানের শীষ ও বিএনপি’র মনোয়নয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াসউদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগে তিনি এ কথা বলেন।

গণসংযোগের সময় স্থানীয় বিএনপি নেতা কর্মীসহ সাধারন মানুষের কাছে তিনি আগামী নির্বাচনে উন্নয়নের জন্য ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।

গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, বিএনপি মানেই উন্নয়ন তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশের উন্নয়নে সহযোগীতা করবেন। বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতি করে না চাদাঁবাজ সন্ত্রাসীদের কোন স্থান নেই বিএনপিতে। বিএনপি সব সময় সন্ত্রাস মুক্ত রাজনীতি করেছে। আগামী নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে আমরা তার পক্ষেই কাজ করবো ।

সাদরিল আরো বলেন, আমরা যে কোন মুল্যে নারায়ণগঞ্জের ৫ টি আসনে বিএনপি’র প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করে আনবো এটাই হবে আমাদের প্রত্যাশা এ লক্ষেই আমরা মাঠে কাজ করে যাচ্ছি।

উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায় মোঃ কাউসার হোসেন, শম্ভুপুরা  ইউনিয়ন যুবদল নেতা এমদাদ হোসেন, নাছির উদ্দীন, দেলোয়ার হোসেনে, সাজ্জাদ মেম্বার, সানারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, সোনারগাঁ থানা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম দলের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব বিষয়ক সম্পাদক রায়হান, প্রদান সদস্য মো কাউসার , সোনারগাঁ থানা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, রাসেল সাউথসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।

Islam's Group