নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিয়াজুল জান্নাত মহিলা মাদ্রাসায় সম্প্রতি মানবতার ঘর নামক একটি সেবামূলক কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
জানা যায়, 'মঙ্গল কামনাই হলো দ্বীন' নবীজি সা. এর এমন একটি হাদিসকে সামনে রেখে সম্প্রতি উপজেলার সাদিপুর ইউপির সাদিপুর পশ্চিমপাড়ার ঐতিহ্যবাহী রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসার একটি কক্ষে মানবতার ঘর চালু করেন।
সেখানে প্রতিদিন শিক্ষার্থীরা স্বেচ্ছায় তাদের ব্যবহারের উপযোগী পুরনো জামা কাপড়, হিজাব, বোরকা, শীতের সোয়েটার, জ্যাকেট ইত্যাদি সাজিয়ে রেখে যায়। পরে শিক্ষার্থীদের মধ্যে যাদের প্রয়োজন এবং এলাকার অস্বচ্ছল লোকেরা সেখান থেকে তাদের পছন্দের জিনিসগুলো নিয়ে যান।
এ প্রসঙ্গে রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাবিবুর রহমান মুস্তাফী জানান, মানবতার ঘরের এই সেবামূলক কার্যক্রমটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে৷ শিক্ষার্থীদের মাঝে পরোপকারের অভ্যাস গড়ে তোলার জন্যই মূলত এই আয়োজন। কেননা পরোপকার হলো ইসলামের একটি মহান সৌন্দর্য। যা এখন ধীরে ধীরে মানব সমাজ থেকে হারিয়ে যাচ্ছে।








































আপনার মতামত লিখুন :