মহানগর যুবদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, দেশে আসন্ন যে নির্বাচন সেটি বানচালের জন্য একটি অদৃশ্য শক্তি ও ফ্যাসিস্টের দোসররা ষড়যন্ত্র করে যাচ্ছে। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ হবে, অর্থনীতিতে ধ্বস নামবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ দেশে নানা ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তাই আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। প্রার্থী যেই হোক ভোটটা ধানের শীষের জন্য প্রার্থনা করছি। শুধু নারায়ণগঞ্জেই না আপনারা যে যেখানকার ভোটার সেখানেই ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।
শনিবার ১ নভেম্বর সকালে শহরের নয়মাটি এলাকায় হোসিয়ারী ব্যবসায়ীদের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে খোরশেদ ব্যবসায়ী, শ্রমিক কর্মচারী সকলের উদ্দেশ্যে এমন বার্তা দেন।
তিনি আরো বলেন, ব্যবসা বান্ধব স্থিতিশীল রাষ্টের জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের কোন বিকল্প নেই। কিন্ত দেশী বিদেশী অদৃশ্য শক্তি ও পরাজিত ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। যথা সময়ে নির্বাচন না হলে, দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হলে দেশে স্থিতিশীল স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না, আইনশৃংখলা ও অর্থনীতির উন্নতি হবে না, মুদ্রাস্ফীতি না কমাতে পারলে জনগনের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান খোরশেদ। তিনি আরো বলেন, কোন কোন উপদেষ্টা মিষ্টি কথার আড়ালে দেশী বিদেশী কুচক্রী মহলের এজেন্ট হয়ে কাজ করছেন, যা আমাদের কাম্য নয়।
গণসংযোগ কালে খোরশেদ এর সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও চরমোনাই নেতা আব্দুল হাই, মুছা মিয়া, মোশারফ, মো. মিঠু, রানা মুন্সি, ওসমান গনি, নাদিম, নাহিদ, জামাল হোসেন, কুতুব উদ্দিন সহ অসংখ্য নেতাকর্মীরা।








































আপনার মতামত লিখুন :