বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) নারায়ণগঞ্জে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচি পরিচালিত হয় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায়।
গণসংযোগটি গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে শুরু হয়ে মাসদাইর ঈদগাহ পর্যন্ত অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন ও নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আ. সবুর খান সেন্টু এবং বিএনপি নেতা মনির সরদার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও।
গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা সাধারণ জনগণের হাতে “৩১ দফা” লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, “মাসুদুজ্জামান মাসুদের এই উদ্যোগ নারায়ণগঞ্জের মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছে। জনগণের পাশে থেকে তিনি সত্যিকার অর্থে পরিবর্তনের বার্তা দিচ্ছেন।”
জনগণের কল্যাণে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে মাসুদুজ্জামান মাসুদ জানিয়েছেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হচ্ছে জাতীয় পুনর্জাগরণের রূপরেখা যেখানে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন একসাথে প্রতিষ্ঠিত হবে।”








































আপনার মতামত লিখুন :