আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুনকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে খেলাফত মজলিস বন্দর থানার ২৪ নং শাখার উদ্যোগে বক্তারকান্দি মসজিদ সংলগ্ন চত্ত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়।
খেলাফত মজলিসের নাসিক ২৪ নং ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহালম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, মুহাম্মাদ শরীফ মিয়া, উলামা সম্পাদক মুফতী নুর হুসাইন নূরানী, বন্দর থানা পশ্চিম শাখা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান ও পূর্ব শাখা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








































আপনার মতামত লিখুন :