News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের সাথে প্রতরণা হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:১৩ পিএম নিরপেক্ষ নির্বাচনে ব্যর্থ হলে গণঅভ্যুত্থানের সাথে প্রতরণা হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, গতানুগতিক একটি সরকার পরিবর্তনের জন্য জুলাই-আগস্ট আন্দোলন সংঘটিত হয় নাই। ক্ষমতার চেয়ার এক্সচেঞ্জের জন্য ছাত্র-জনতা রক্ত দেয় নাই। গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রসংস্কার। ফ্যাসিস্ট ও স্বৈরাচারের চির বিদায়ের জন্য। সুতরাং এ সরকার যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে।

আজ শুক্রবার ৩১ অক্টোবর বিকাল ৩টায় বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন এর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হাজী মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নগর সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন, সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক যোবায়ের হোসেন, বন্দর থানা সেক্রেটারি মুহাম্মদ মাসুদ প্রমুখ নেতৃবৃন্দ।

মাওলানা দ্বীন ইসলাম বলেন, ৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেয়ার পাঁয়তারা করে যাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ গণসংযোগ করেন।
 

Islam's Group