News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ১০:১৯ পিএম এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ নির্বাচনী প্রচারণায় এগিয়ে। ৩১ অক্টোবর শুক্রবার বাদ আসর তিনি বন্দর উপজেলার পদুঘর থেকে ব্যাপক গণসংযোগ করেন। স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বন্দরের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ ভোটারদের কাছে ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার করেন। তিনি বলেন, ুনারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার মানুষের অধিকার নিশ্চিত করা এবং সমাজের সার্বিক উন্নয়নে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা নির্বাচিত হলে অত্র এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ ।”

এ সময় তিনি তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর জোর দেন। বলেন, ুতরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”

স্থানীয় দোকানদার, রিকশাচালক ও সাধারণ মানুষজন মাওলানা মইনুদ্দিন আহমাদকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেক ভোটার তার কাছে তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যেমন জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার। তিনি মনোযোগ সহকারে তাদের কথা শোনেন এবং  এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগ চলাকালে বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীর পরিচালনায় গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সেক্রেটারি মাওলানা আরিফুর রহমান, থানা কর্ম পরিষদ সদস্য শামসুজ্জোহা সহ থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এসময় গণসংযোগটি পদুঘর থেকে শুরু হয়ে তিনগাও, কুশিয়ারা সহ বিভিন্ন গ্রাম মহল্লায় প্রদক্ষিন করেন।

যুব ও ছাত্রনেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রার্থীর জন্য ভোট চান এবং জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেন।

Islam's Group