News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ডালপট্টিতে রাস্তা দখল করে লোড আনলোড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১০:০২ পিএম ডালপট্টিতে রাস্তা দখল করে লোড আনলোড

নারায়ণগঞ্জ শহরের টানবাজার ডালপট্টি এলাকা। এখানে সকল ধরনের ডাল ভূষি বিক্রির পাইকারী মোকাম। প্রতিদিন কোটি কোটি টাকার ডাল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাইকারী ও খুচরা ভাবে বিক্রি হয়ে থাকে। নারায়ণগঞ্জ ছাড়াও আশে পাশের জেলা থেকে ক্রেতারা এই ডালপট্টি এলাকায় আসেন ডাল ক্রয় করতে। প্রতিদিন হাজার হাজার শ্রমিকের আয় রোজগারের পথ এই ডালপট্টি থেকেই হয়ে থাকে। সেই সাথে ট্রাক কনটেইনার মালিক কর্মচারীদেরও আয় রোজগারের পথ এই বাজারকে ঘিরে। শহরের মিনাবাজার ব্রিজের পর থেকে শুরু হয় বি.দাস রোড। এই বিদাস রোডকে ঘিরেই গড়ে উঠেছে ডাইলপট্টির ব্যবসা প্রতিষ্ঠান। সড়কটি সোজা পথে যুক্ত হয়ে নিতাইগঞ্জ ট্রাক স্ট্যান্ডের সাথে। ডাইলপট্টির ব্যবসায়ীদের জন্য আলাদা কোন লোড আনলোডিং ব্যবস্থা না থাকায় বি.দাস রোড দখল করেই দিনভর চলে লোড আনলোডিং। ফলে দিনভর এই সড়ক দিয়ে সাধারণ যাত্রীদের যাতায়াত একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়।

তবে ডালপট্টি এলাকার ব্যবসায়ী নেতারা বলছেন, তাদের মালামাল লোড আনলোডিংয়ের জন্য নিদিষ্ট কোন স্ট্যান্ড নেই ফলে বাধ্য হয়েই তাদেরকে বি.দাস রোডে ট্রাক রেখেই লোড আনলোড করতে হয়। ইতোপূর্বে নারায়ণগঞ্জে যত জনপ্রতিনিধিরা এসেছেন কেউ তাদের এই সমস্যার সমাধান দিতে পারেনি। সেই সাথে তাদের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদের ব্যর্থতাও রয়েছে। যার ফলে এই পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। তবে বর্তমানে তাদের ব্যবসার পরিস্থিতি খুবই মন্দা। ফলে বি.দাস রোড দিয়ে এখন সাধারণ যানবাহন কিছুটা চলাচল করতে পারে।

নারায়ণগঞ্জ ডাল (ভূষামাল) ব্যবসায়ী গ্রুপের সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক বিকাশ চন্দ্র সাহা জানান, বর্তমানে ব্যবসার অবস্থা খুবই খারাপ, বেচাকেনা অত্যন্ত কম। কাস্টমার একরকম নাই বললেই চলে। দেশের অর্থনৈতিক কারণেই আমাদের এই দূরাবস্থা। নানান কারণে আমরা ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ, অনেক গুলো কারণ একসাথে হয়ে আমাদের নিতাইগঞ্জের ব্যবসা প্রতিষ্ঠান গুলো এখন ধ্বংসের মুখে। আমরা কেউ ভাল নেই এখানে ব্যবসা করে।

তিনি বলেন, বিগত দিনে কোন জনপ্রতিনিধি আমাদের এই এলাকায় ট্রাক লোড আনলোডের কোন ভাল ব্যবস্থা করে দিয়ে যেতে পারেনাই। আমরা ব্যবসায়ীরাও ভাল কোন ব্যবস্থা করতে পারিনি।  শ্রমিকেরাও এখানে অনেক কষ্ট করতে হবে। নারায়ণগঞ্জের বাইরে থেকে যারা এসে ট্রাক লোড আনলোডিং করে তারাও অনেক কষ্ট পায়। আমরা বিগত দিনে কোন জনপ্রতিনিধি ভাল ব্যবস্থা করে দিয়ে যেতে পারেনি। আমরা বললেও সেটা হয়নি।  সেই পুরানো আমলেরই আমাদের একটা ট্রাক স্ট্যান্ড। সেটা সংকোচিত হয়ে গেছে এখন। আগে কিছু জায়গা খালি ছিল, এখন সেই খালি জায়গা নেই, সরকারি কোন জায়গাও নেই, খুব অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আছি আমরা। ডালপট্টি নিতাইগঞ্জ দিয়ে খুব একটা রিকশা চলাচলের পরিবেশ কখনোই ছিলনা। তবে এখন অনেকটাই ফাকা থাকে। কারণ আগের তুলনায় বেচাকেনা অনেক কম। ট্রাকের আনাগোনাও অনেক কম। ওই দিকটায় একটু জ্যাম আছে কিন্তু সেটা অব্যবস্থাপনার জন্য হয়েছে। আমরা কোন ভাল ব্যবস্থা করতে পারিনি। আমরা ব্যবসায়ীরাও করতে পারিনি। কোন জনপ্রশাসকও পাইনি যে এই সমস্যার একটা সুষ্ঠু সুরাহা দিতে পারে।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের লিখিত ভাবে কোন আবেদন করে ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিটি কর্পোরেশন সব সময় আমাদের নিতাইগঞ্জের মনের বিরুদ্ধে ছিলেন। আমরা যেমনটা চেয়েছি সিটি কর্পোরেশন কখনোই তেমনটাই চান নাই। আর সিটি কর্পোরেশনের সামনেই যখন পৌরসভা ছিল তখন থেকেই সেখানে ট্রাক স্ট্যান্ড গড়ে উঠেছিলো যখন থেকে যান্ত্রিক চলাচল শুরু হয় সেই ১৯৪৭ সালের পর থেকেই। সিটি কর্পোরেশন বরং আমাদের অনেক বাধা বিঘ্নটা সৃষ্টি করেছে কিন্তু তারা কোন ভাল ব্যবস্থাপনা আমাদের করে দিতে পারে নাই। সেই একটি বিসিকের ওখানে স্ট্যান্ড করে দিয়েছে। সেটা ব্যবহার করলে পন্য পরিবহনের খরচ বাড়বে, সেটা পন্যের দামের উপর প্রভাব পড়বে ফলে এখানকার ব্যবসা বাণিজ্য আরো কমে যাবে।

Islam's Group