News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

জনগণের অধিকার ছিনতাই করেছিল বিগত সরকার : আবুল কালাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৯:৩১ পিএম জনগণের অধিকার ছিনতাই করেছিল বিগত সরকার : আবুল কালাম

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক ও আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের অধীনে দেশব্যাপী সন্ত্রাস কায়েম করা হয়েছিল। রাষ্ট্রের সমস্ত অঙ্গ গুলো তারা বিনষ্ট করে ফেলেছিলো। গণতন্ত্রের যে বিকাশ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলো, বিগত সরকার বাংলাদেশের জনগণ থেকে সেই অধিকার ছিনতাই করেছিল। তারা হাইকোর্ট, পুলিশ, নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সব জায়গা তারা এই সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দখল করে নিয়ে ছিল। যে কারণে রাষ্ট্র আজকে মুখ থুবড়ে পড়ে আছে। এই রাষ্ট্রকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পুনর্গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমান ৩১ দফার কর্মসূচি দিয়েছেন। আপনাদের ভোটে বিএনপি বিজয়ী হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আপনাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে বিএনপি একমাত্র দল যারা যে কথা বলে সেটা কাজে বাস্তবে পরিণত করে। আপনারা জানেন এই বন্দরের মাটিতে আমাকে যখন নির্বাচিত করেছিলেন তখন যে উন্নয়ন হয়েছিল। গত ১৮ বছরে আপনারাই বিচারক আপনারা দেখেন কতটুকু উন্নয়ন হয়েছে। যদি আপনারা তাতে সন্তোষ্ট থাকেন তাহলে আমার বলার কিছু নাই। আর যদি না আপনারা সন্তোষ্ট না হয়ে থাকেন তাহলে আপনারা সবাই বিএনপির পাশে দাঁড়ান। আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করুন।

শনিবার ১ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় বন্দরের ২৪নং ওয়ার্ডের লতিফ হাজীর মোড়ে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন।

লতিফ হাজীর মোড় থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে নবীগঞ্জ খেয়াঘাটে গিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুন নূর বাধন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু, সাবেক কাউন্সিলর সুলতান আহম্মেদ, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি পাপ্পু আহম্মেদ, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ সৌরভ, ডালিম শিকদার, সৈকত আহম্মেদ সহ অন্যান্যরা।

Islam's Group