তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হুসাইন মুহাম্মদ অন্তরের নেতৃত্বে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী জোবায়েদ আহম্মেদ জিকুর নির্দেশে আয়োজিত এই র্যালীটি ১ নভেম্বর শনিবার দুপুর ৩ টায় আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে শুরু হয়ে আড়াইহাজার চৌরাস্তার পায়রা চত্তরে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে হুসাইন মুহাম্মদ অন্তর বলেন, আমরা দল করতে দিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমি এই দলের জন্য জেলে বসে মাষ্টার্সের পরীক্ষাও দিয়েছি। এমন স্মৃতি অনেকেরই নেই। তবে আমাদের আছে। আমি ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। আর আতীতের ত্যাগ ও দলের জন্য যেই পরিশ্রম করেছি তার জন্য সামনে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী।
তিনি আরো বলেন, আমরা আগামী ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছি। দেশে ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে যাতে করে এই নির্বাচনে বাঁধা দেয়া যায়। তবে এই দেশের মানুষ দ্রুত নির্বাচন চায়। বিএনপিও জনগণের চাওয়ার সাথে একমত।








































আপনার মতামত লিখুন :