News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

খোরশেদ নিজের মেয়েকে টিকা দিয়ে জানালেন টাইফয়েডের টিকা শতভাগ নিরাপদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৪:৫৫ পিএম খোরশেদ নিজের মেয়েকে টিকা দিয়ে জানালেন টাইফয়েডের টিকা শতভাগ নিরাপদ

স্কুলের বাইরে থাকা শিশুদের বা বাদ পরা শিশুদের জন্য রোববার ২ নভেম্বর থেকে বিনামূল্যে টাইফয়েডের টিকা শুরু হয়েছে। এদিন সকালে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে টিকা কার্যক্রম উদ্বোধন করেন সদ্য সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। প্রথমেই তিনি তার নবম শ্রেণিতে পড়া কন্যা নুসাইবাকে টিকা নিয়ে কার্যক্রম উদ্বোধন করেন। এসময় খোরশেদ উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা গোষ্ঠী টাইফয়েডের টিকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অথচ এই টিকা শত ভাগ নিরাপদ। আমি আমার সন্তানকে টিকা দিয়েছি, আপনি আপনার সন্তানকেও টিকা দিন।

উল্লেখ্য যে ২ নভেম্বর থেকে শুক্র -শনি বাদে ১১ নভেম্বর  পর্যন্ত প্রতিদিন ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশু কিশোরদের মাসদাইর কাউন্সিলর (সদ্য সাবেক) কার্যালয়ে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেয়া হবে। এছাড়াও ১৩নং ওয়ার্ডের চাষাড়া সমবায় মার্কেটের দক্ষিণ দিকের  ভবনের ভবনের দোতালায় সূর্যমুখী মহিলা সমিতি। ২,৫,১২ নভেম্বর। বিডাব্লিওএইচ সি এনজিও, জামতলা ৩,৪,৬,৯ নভেম্বর। মাসদাইর মুসলিম একাডেমি  শুধু ৯ নভেম্বর। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টিক প্রদান করা হবে।

খোরশেদ জানান, যারা রেজিস্ট্রেশন করেছেন তারা রেজিস্ট্রেশন কার্ড সাথে নিয়ে আসবেন,যারা রেজিষ্ট্রেশন করেন নাই, তারাও সরাসরি চলে আসবেন আমরা রেজিস্ট্রেশন করে দিব ইনশাআল্লাহ।

যারা স্কুল মাদ্রাসায় রেজিস্ট্রেশন করেও টিকা দিতে পারেন নাই,তাদের এই সব কেন্দ্রে এসে টিকা নেয়ার অনুরোধ করেছেন খোরশেদ।

তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন, কেউ মিস করবেন না, শিশুর জীবন ঝুঁকিতে ফেলবেন না।

Islam's Group