নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, এক সময় সমবায় ছিলো কেবলমাত্র আর্থিক ধন্যদশা থেকে মুক্তির মাধ্যম। কিন্তু এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। দেশ গড়ার জন্য যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে সেসকল চ্যালেঞ্জ মোকাবিলায় সমবায়ের শক্তি সমাজের শক্তির কোনো বিকল্প নেই।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
একই সাথে র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। তার আগে সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, যারা সমবায়ের সাথে যুক্ত আছেন আমরা যদি আমাদের দেশের কালচার চিন্তা করি তাহলে আমাদের অবস্থান অনেক দৃঢ়। আমাদের মধ্যে সম্পর্ক অনেক দৃঢ়। আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে সমবায়ের শক্তির উপড় ভিত্তি করে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই। আমরা বিশ্বাস করি আমরা সেটা ওভারকাম করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সমবায় কর্মকর্তা মো. আবু জাফর মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন ও নারায়ণগঞ্জ কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।








































আপনার মতামত লিখুন :