News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাবুলের কোরআন খতম দোয়া


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:০০ পিএম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাবুলের কোরআন খতম দোয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নিয়মিত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

তারই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জ মিশনপাড়াস্থ নিজ কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে তিনি নিজে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোস্তাকুর রহমান, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও সমাজ সেবক জহির আহমেদ সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

কোরআন খতম ও দোয়া মাহফিল পরিচালনা করেন বাগে জান্নাত মাদ্রাসার হাফেজ মো. রিয়াজ উদ্দিন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত , বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় এবং তারেক রহমানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Islam's Group