নারায়ণগঞ্জে অনুষ্ঠিত প্রথম আলোর সুধী সমাবেশে রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিরা বিগত ২৭ বছরের পথচলাকে এক সংগ্রামের পথচলা উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি আধুনিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে আশাবাদ ব্যক্ত করেন। বিপরীতে সম্পাদক মতিউর রহমান জানান তাদের সে প্রচেষ্টা উদ্যোগ লিখনীর মাধ্যমে যথার্থভাবে প্রয়োগে অবিচল থাকবে। প্রথম আলোর মূল লক্ষ্যই হলো সত্য প্রকাশ করা।
৪ ডিসেম্বর আলী আহাম্মদ চুনকা পৌর পাঠাগার মিলনায়তনে ওই সুধী সমাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অভূতপূর্ব সম্মিলন ঘটে।
বক্তব্য রাখতে গিয়ে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন বলেন, ফ্যাসিবাদী আন্দোলনে প্রথম আলো যে ভূমিকা রেখেছিল তা প্রশংসনীয়।
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, প্রথম আলো সার্বজনীন পত্রিকা। সমালোচনাও রয়েছে কারণ এটা জনপ্রিয়। আলোচনা ও ভালো কিছু করলে সমালোচনাও থাকবে। দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আনতে এ পত্রিকাটি কাজ করে যাবে প্রত্যাশা করি।
সিপিবি সাবেক সভাপতি হাফিজুল ইসলাম বলেন, আমরা নারায়ণগঞ্জে আন্দোলন করার খবর যাতে কেউ পড়তে না পারে সেজন্য শামীম ওসমান সব পেপার পুড়িয়ে দিতেন। দেশের সম্পদ রক্ষায় সংবাদ প্রকাশ করবে প্রত্যাশা রাখি।
বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম বলেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের উপর পর যে কত অত্যাচার হয়েছে তা অনেকই জানে না। এত কিছুর পরেও তিনি এগিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, প্রথম আলো সংবাদের জন্য আমরা সব সময়ে অপেক্ষা করি। বিগত সময়ে নারায়ণগঞ্জের অনেক সঙ্কটে সাহসী ভূমিকাতে ছিল। আগামীতেও আলোর পথ দেখাবে প্রথম আলে।
এনসিপি নেতা আহমেদুর রহমান তনু বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে প্রথম আলো কাজ করবে প্রত্যাশা করি।
মহানগর জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন বলেন, প্রথম আলো জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে আশা করি।
জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ বলেন, আমরা বিগত দিনে রাজপথে আন্দোলন করেছি আর প্রথম আলো সেটা প্রচার করে আমাদের সাহস যুগিয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সারাদেশে মতি ভাই হিসেবে পরিচিত। তিনি সারাদেশে জনপ্রিয়। তিনি আরো এগিয়ে যাবে আশা করি। তরুণ প্রজন্মের জন্য প্রথম আলোর কাছে পরিকল্পনা প্রত্যাশা।
এছাড়াও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, কবি ও সাংবাদিক হালিম আজাদ, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরিন প্রমুখ।
প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মুজিবুল হক পলাশের সার্বিক তত্ত্বাবধান ও ভবানী শংকর রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ চেম্বারের সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা প্রমুখ।








































আপনার মতামত লিখুন :