নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন গুরুতর অসুস্থ হয়ে নগরীর পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় অসুস্থ হলে পরিবারের সদস্যরা হাতে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন।
পরিবারের সদস্যরা জানান, বেশ কিছু দিন যাবৎ তিনি পিত্তথলিতে পাথরের সমস্যায় ভুগছিলেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ নিয়ে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বর্তমান রাজনৈতিক নানা কর্মসূচির কারণে অপারেশন করানোর সময় পাননি।
কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে তার সমস্যা বেশি দেখা দেয়। তাকে পলি ক্লিনিকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। পরে পরিবারের সকলের পরামর্শে বিকেল তিনটায় তার অপারেশ করা হয়েছে। আলহামদুলিল্লাহ তিনি এখন অনেকটা সুস্থ আছেন।
এসময় পরিবারের পক্ষ থেকে তার জন্য সকলের কাছে সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :