News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

তোলারাম কলেজের শিবির ও বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ১০:৪৮ পিএম তোলারাম কলেজের শিবির ও বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ডিগ্রি ও গণিত বিভাগের মধ্যে ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডিগ্রি বিভাগের এক শিক্ষার্থী ও খেলোয়ার প্রতিপক্ষ গণিত বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

৪ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টায় তোলারাম কলেজ ক্যাম্পাস মাঠে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডিগ্রি বিভাগের শিক্ষার্থী শাহজালাল (২১) বাদী হয়ে ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হচ্ছেন গণিত বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক শরীফ আবদুল্লাহ (২৫) ও ইসলামী ছাত্র শিবির তোলারাম কলেজের সাবেক সাধারণ সম্পাদক সামির (২৭)।

অভিযোগে মারধরের শিকার শাহজালাল বলেন, ‘অভিযুক্ত দুইজন গণিত বিভাগের ফুটবল টিমের অতিরিক্ত প্লেয়ার হিসেবে অংশগ্রহণ করে। খেলা চলাকালে তারা দুইজন সহ ৫/৬ জন আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে। আমি এর কারণ জিজ্ঞেস করলে তারা অতর্কিতভাবে হামলা চালায় এবং মারধর করে জখম করে। আমাকে বাঁচাতে এগিয়ে আসলে আমার বন্ধু নিশান (২৩) কে মারধর করে। ঘটনার পর নানান ভাবে হুমকি দিয়ে যাচ্ছে তারা যা নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

অভিযুক্ত ইসলামী ছাত্রশিবির তোলারাম কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক সামির বলেন, ‘দুই দলের খেলা চলাকালে গণিত বিভাগ দুই গোলে এগিয়ে ছিলো। ডিগ্রি বিভাগের খেলোয়াড়রা উত্তেজিত আচরণ শুরু করে এবং আমাদের এক প্লেয়ারকে সজোরে লাথি মারে। এতে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা এগিয়ে যাই এবং উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করি। এসময় হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি স্যারদের মাধ্যমে মীমাংসা করে দেয়া হলেও বিষয়টিকে রাজনৈতিক রূপ দেয়ার চেষ্টা চলছে।

অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক সংগঠক শরীফ আবদুল্লাহ বলেন, ‘খেলার মাঠে দুই দলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারাও আমাদের গায়ে হাত তুলেছে। আমার হাতে এখনও আঘাতের চিহ্ন আছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে থাকলেও এখন কোন রাজনৈতিক দলের সাথে নেই। যেটা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত।’

এই বিষয়ে ফতুল্লা থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

Islam's Group