News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

ফতুল্লা প্রেস ক্লাবের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:৩৩ পিএম ফতুল্লা প্রেস ক্লাবের শোক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সময় টিভির সিনিয়র রিপোর্টার শওকত আলী সৈকতের বাবা আব্দুল হাই ভুঁইয়া (৮০) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম সহ ফতুল্লা প্রেস ক্লাবের সকল সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুম আব্দুল হাই ভূইয়া অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর দক্ষিণ সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে মাসদাইর সিটি করবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় শনিবার (৬ ডিসেম্বর) বাদ আছর সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Islam's Group