আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মতো নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনেও বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে এই প্রার্থী ঘোষণার পর থেকেই দলীয় মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের বিপরীতে গিয়ে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা একের পর এক কর্মসূচি পালন করে আসছেন। সেই সাথে প্রত্যেকটি কর্মসূচিতেই নেতাকর্মীদের অংশগ্রহণ থাকছে লক্ষণীয়।
প্রায় প্রতিটি কর্মসূচিতেই নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ হয়ে উঠেছে। একই সাথে মাসুদুজ্জামানের বিপরীতে গিয়ে অন্য সকল মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ হয়েছে। সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একের পর এক কর্মসূচি পালিত হয়ে আসছে।
সবশেষ ৩ ডিসেম্বর বুধবার মদনগঞ্জ ইসলামপুর এলাকায় ১৯ নং ওয়ার্ড বিএনপি'র আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা।
২ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বন্দরের কদম রসূল দরগাহ মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখ৬াওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে নারায়ণগঞ্জের চারটি আসনে প্রার্থীর নাম রয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জের চারটি আসনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মাসুদুজ্জামান মাসুদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘোষণাকে মেনে নিতে পারছেন না অন্য প্রত্যাশীরা। মাসুদুজ্জামানের সাথে তারা ঐক্যবদ্ধ হতে পারছেন না।
দলীয় মনোনয়ন ঘোষণার পর নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের প্রার্থীতা বাতিলের দাবীতে এক টেবিলে বসেন মহানগর বিএনপি সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে তারা সকলেই একসাথে বসে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে প্রার্থীতা বাতিলের দাবী জানিয়েন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবুল কাউসার আশা।
সেই সাথে সকলেই ঐক্যবদ্ধ হয়ে গত ১৯ নভেম্বর বিকেলে শহরের মিশনপাড়া এলাকা থেকে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। আর এই লিফলেট বিতরণ অনুষ্ঠান ছিলো নেতাকর্মীদের দ্বারা পরিপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা সহ আরো অনেকে।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। গত ২০ নভেম্বর সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত এসকল কর্মসূচি পালিত হয়।
এদিন সকালে শহরের মিশনপাড়া দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচী পালিত হয়। একই সাথে সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল, খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও বাগবাড়ি হাসপাতালের রোগীদের জন্য মোট ৬ টি হুইল চেয়ার প্রদান করা হয়।
এছাড়াও হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতার জন্য বীন ও হ্যান্ডমাইক বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল অবধি বন্দরের পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
সেই সাথে দুপুরে বন্দরের লক্ষণখোলা কড়ইতলা মাদরাসার ৭ শতাধিক শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষের উপস্থিতিতে দোয়ার আয়োজন করেন বিএনপি নেতা ও সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল। পরে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন তিনি।
একই সাথে নারায়ণগঞ্জের প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের ২১ তম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৪ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সকালে আবু জাফর আহাম্মেদ বাবুলের পক্ষ থেকে নেতাকর্মীরা প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের কবরে পুস্পার্ঘ অর্পণ করেন।
সেই সাথে বিকেলে শহরের মিশনপাড়া এলাকার দলীয় কার্যালয়ে আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, প্রয়াত ডেভিডের ছোট ভাই মহানগর বিএনপি নেতা মাহবুব উল্লাহ তপন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব ও মহানগরের যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় সমাবেশ করে মহানগর বিএনপি। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি নেতা ও সমাজসেবক প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহাম্মেদ বাবুল।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম। সমাবেশ শেষে মোমশিখা প্রজ্জলন করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানান সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা।
নারায়ণগঞ্জে মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়
গত ৩০ নভেম্বর বিকেলে শহরের মিশনপাড়া এলাকার হোসিয়ারী সমিতির মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির নেতা ও নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু ও সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








































আপনার মতামত লিখুন :