নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে মোট ২৬টি ফৌজদারি মামলা রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্য দেওয়া হয়েছে।
পেশা হিসেবে দেখিয়েছেন ব্যবসা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৯ লাখ ৪ হাজার টাকা। তার কাছে নগদ রয়েছে ৪৯ লাখ ৫৮ হাজার ৭৫০ টাকা এবং স্ত্রী নিকট রয়েছে ১৪ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৮০ টাকা। নিজের এবং স্ত্রী নামে রয়েছে মোট ৭৬ভরি স্বর্ণ।
তার বিদেশে নেই কোনো সম্পদ। তার নিজের ১৪ লাখ ৫৬ হাজার টাকার এবং স্ত্রী নামে ৭ লাখ ৬০ হাজার টাকার প্রাইজবন্ড রয়েছে। বেসিক ব্যাংক থেকে মেসার্স এস এন্ড জে স্টীলের নামের তার ঋণের পরিমাণ ২৭ কোটি ৩ লাখ ৬৫ হাজার ২৩০ টাকা। নিজের নামে অকৃষির জমির পরিমাণ ৪৬.২৫ শতাংশ এবং স্ত্রীর ৪৮.৫৩ শতাংশ। তার মোট সম্পদের পরিমাণ ৫ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৫০ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৯২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা। তার নেই কোনো বাড়ি, গাড়ি এবং আগ্নেয়াস্ত্র।


































আপনার মতামত লিখুন :