News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

গিয়াসের ছেলেরাও কোটিপতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:০৪ পিএম গিয়াসের ছেলেরাও কোটিপতি

নারায়ণগঞ্জ—৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান রয়েছে। রয়েছে ৬৯টি ফৌজদারী মামলা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। বিভিন্ন দোকান থেকে তার বার্ষিক আয় ২৪ লাখ ৪৪ হাজার ৫৪ টাকা। তার নিকট নগদ অর্থের পরিমাণ ৫১লাখ ২৩ হাজার ৩২১টাকা। তার নিকট ২০ ভরি স্বর্ণ এবং ২৫ভরি স্বর্ণ রয়েছে। ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের তার একটি পিস্তল রয়েছে। তার নিকট থাকা মোট অকৃষি জমির পরিমাণ ৪৩০.৫০ শতাংশ এবং স্ত্রীর রয়েছে ১১.২৫ শতাংশ। রয়েছে একটি বাড়ি, দুটি মার্কেট, একটি দোকান। ব্যাংকে নেই তার কোনো ঋণ এবং নেই কোনো গাড়ি। গিয়াস উদ্দিনের মোট সম্পদের পরিমাণ ১৭ কোটি ৪ লাখ ১২ হাজার ২২ টাকা, স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৪০ লাখ ১৫ হাজার ১৩৩ টাকা, তার চার ছেলে ফয়সালের সম্পদের পরিমাণ ৫ কোটি ১৬ লাখ ৪ হাজার ১০১ টাকা, সাদরিলের সম্পদের পরিমাণ ৩ কোটি ৯২লাখ ৭৫ হাজার ৮৪৫ টাকা, কায়সারের সম্পদের পরিমাণ ৩ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ৬৯০ টাকা এবং সানভীরের সম্পদের পরিমাণ ১ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৯৭০ টাকা। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্য দেওয়া হয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group