নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ দেশের মানুষ কতটা ভালোবেসেছিল, তার প্রমাণ আমরা সবাই প্রত্যক্ষ করেছি। তার জানাজা পৃথিবীর বুকে একটি ইতিহাস হয়ে থাকবে। এমন জানাজা পৃথিবীতে আর কেউ পাবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং দেখানো পথেই আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এগিয়ে যাবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর নগরীর মিশনপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনিরুল ইসলাম সজল আরও বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে সংগ্রামের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মহীয়সী নারীতে পরিণত হয়েছিলেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি আপসহীনভাবে সংগ্রাম করেছেন। গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করে তিনি না ফেরার দেশে চলে গেছেন।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সবাই আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন আমিন।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমদের সঞ্চালনায় দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান যুগ্ম ফতেহ রেজা রিপন, সদস্য ডাঃ মজিবুর রহমান, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক।
আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল,যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য ওয়াদুদ ভূইয়া সাগর, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ,আরিফ খান, কায়সার আহমেদ আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, মাহফুজুর রহমান ফয়সালসহ মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


































আপনার মতামত লিখুন :