News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

আল আমিনের টাকা সম্পদ কম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০৫:১২ পিএম আল আমিনের টাকা সম্পদ কম

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন পেশায় একজন আইনজীবী। তার বাৎসরিক আয় ৫ লাখ ৮৫ হাজার টাকা। তার নিকট নগদ ১৮ লাখ টাকা রয়েছে। নেই কোনো বাড়ি গাড়ি, দারদেনা। নিজের মোট সম্পদের পরিমাণ ২৭ লাখ ৭৮ হাজার ১৭ টাকা। স্ত্রীর নামে নেই কোনো সম্পদ। নির্বাচনী হলফনামায় এ তথ্য পাওয়া গেছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group