বন্দী অবস্থায় বিএনপির প্রয়াত চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার ১ জানুয়ারি শহরের মিশন পাড়া এলাকায় মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। তিনি বলেন, আমরাও কারাভোগ করেছি। কিন্তু বেগম খালেদা জিয়া আমাদের মত কারাভোগ করেননি। উনারা কারাভোগ ছিল আরো নির্যাতনের। উনাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। উনার লিভার সিরোসিস হয়েছিল। এতো সহজে কারো লিভার সিরোসিস হয়না। উনাকে কারাগারে স্লো পয়জন দেওয়া হয়েছে যার ফলে উনার লিভার সিরোসিস হয়েছে। কিন্তু ৫ আগস্টের পর এসব নিয়ে একটা কথাও বলেননি। আশেপাশের হয়তো অনেকে বলার চেষ্টা করেছেন বেগম খালেদা জিয়ার মৃত্যু পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা দায়ী। কিন্তু জিয়া পরিবার থেকে কেউ কটু কথাও বলেনি।
তিনি আরো বলেন, আমরা যারা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠন করি বেগম খালেদা জিয়াকে ভালবাসি বিএনপিকে ভালবাসি তাহলে আমাদের জিয়াউর রহমানের নীতি আদর্শ, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নীতি আদর্শকে অনুসরণ করতে হবে। সেই আদর্শ অনুযায়ী আমাদের দল পরিচালনা করতে হবে। আমাদের চরিত্র তাদের মত হতে হবে। একটা বিষয় দেখবেন গত ১৭ বছরে আমাদের বিএনপির নেতাকর্মীদের যে পরিমান নির্যাতন করা হয়েছে তার থেকেও বেশি নির্যাতন করা হয়েছে জিয়া পরিবারের সদস্যদের। কিন্তু আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর যারা উনাদেরকে নির্যাতন করেছেন তাদের নিয়ে একটি কটু বাক্যও বলেনি। আমাদের তাদের মত ধৈর্য্যশীল হতে হবে। তাদের পথ অনুসারন করতে হবে। জনগণের পক্ষে থাকতে হবে দেশকে এগিয়ে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপি এবং জোটের পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হবে সেই প্রার্থীকে বিজয়ী করে আনার দায়িত্ব আমাদের নিতে হবে। আমরা সকল বিভেদ ভুলে গিয়ে আমরা দেশের পক্ষে, দলের পক্ষে এবং বিএনপির পক্ষে কাজ করবো।
মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ওই দোয়ায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাশেম শকু, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। দোয়া পরিচালনা করেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ।


































আপনার মতামত লিখুন :