নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ১১১ টাকা। তার কাছে নগদ অর্থের পরিমাণ ৩৩ লাখ ১৫ হাজার ৪৪ টাকা। তার বাৎসরিক আয় ৩০ লাখ ১২ হাজার ৫৭ টাকা এবং ব্যাংকে জমা আছে ৫২ হাজার ৬৮০টাকা। তার ১ কোটি ১৮ লাখ ৪৪ হাজার ১৬০টাকা মূল্যের দুটি মটরযান রয়েছে। রয়েছে ৮লাখ ৬০হাজার টাকা মূল্যের দুটি আগ্নেয়াস্ত্র। তার মোট ১ হাজার ২৫৯.৬২ শতাংশ অকৃষি জমি রয়েছে যার আনুমানিক মূল্য ৩ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৭১০ টাকা। এছাড়া ৫ কোটি ৮০ লাখ ৬৬ হাজার ৬২৮টাকা মূল্যের দুটি ৭ তলা এবং ৩তলা ভবন রয়েছে। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্য দেওয়া হয়েছে।


































আপনার মতামত লিখুন :