নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি জোটের প্রার্থী জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মনির হোসেন কাশেমীর মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭২ লাখ ৯১ হাজার ২৪১ টাকার। পাশাপাশি তার নিকট নগদ অর্থের পরিমাণ ২ লাখ ৬৪ হাজার ২২৬ টাকা এবং বাৎসরিক আয় ১০লাখ ২০ হাজার টাকা। ব্যাংকে মোট জমাকৃত টাকার পরিমাণ ১৪ লাখ ৬৬ হাজার ৩৭৮ টাকা। তার মোট অকৃষি জমির নাম ৩২.৭৪ শতাংশ যার মূল্য ১ কোটি ৩৩ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা। তার নিকট ৩৫ ভরি স্বর্ণ রয়েছে। রয়েছে দুই হাজার বর্গফুটের ২৭লাখ ১৭ হাজার ২১৫ টাকার আবাসিক ভবন। সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় এ তথ্য দেওয়া হয়েছে।


































আপনার মতামত লিখুন :