News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০ মাঘ ১৪৩২

ইসলামের পক্ষে বাক্সটাকে ব্ল্যাকমেইল করে, ছিনিয়ে নিয়েছে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:৩৩ পিএম ইসলামের পক্ষে বাক্সটাকে ব্ল্যাকমেইল করে, ছিনিয়ে নিয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতার ৫৪ বছরের মধ্যে বাংলাদেশের ইতিহাসে মানুষ প্রকৃত দেখতে পারে নাই। এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, মা সন্তানকে হারিয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুঃখজনক বাস্তবতা, আমরা এগুলোর বাস্তবায়ন দেখি নাই। স্বাধীনতার সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিশেষ করে আল্লাহর খাস মেহেরবানীতে আমরা চেষ্টা করেছিলাম। চেয়েছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স নিয়ে ইসলাম প্রিয়, শান্তিপ্রিয় মানুষের কাছে পাঠাবো। যাতে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে তাদের সমর্থন দিতে সক্ষম হয়। কিন্তু স্বার্থান্বেসী মহল বা দল ইসলামের পক্ষে বাক্সটাকে ব্ল্যাকমেইল করে, ছিনিয়ে নিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখল। ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করবে না বলে ঘোষণা দিল। ১১ দলীয় সমঝোতা যেই নীতি ও আদর্শের ভিত্তিতে হয়েছিল সেটা ব্যর্থ হলো।

শুক্রবার ২৩ জানুয়ারি বিকাল ৩টায় কাঁচপুর বালুর মাঠে নারায়ণগঞ্জ-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আহবায়ক মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফরত সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, মুফতি হাবিবুল্লাহ মেছবাহ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব গোলাম মসিহ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাশেমী, সোনারগাঁ থানার আহবায়ক ফারুক আহমাদ মুন্সী, সিদ্ধিরগঞ্জের আহবায়ক সোহেল প্রধান প্রমুখ।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, যারা নিজেদের সাথীদের সাথে প্রতারণা করতে পারে তারা দেশবাসীর সাথেও প্রতারণা করবে এটাই বাস্তব। কোন প্রতারকদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে কাজ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, এমপি, মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আমরা দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করি। তাই আসুন, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে আমাদের যোগ্য প্রার্থী যিনি সাবেক রাষ্ট্রদূত ছিল তাকে হাতপাখা প্রতীকে বিজয়ী করুন। আমাদের কর্মী ও মা-বোনদের নিকট আমার আহবান থাকবে ইসলামের পক্ষে হাতপাখাকে বিজয়ী করুন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা কঠোর থাকবো। এই চাঁদাবাজদের কারণে অনেক ইন্ড্রাস্ট্রিজ মালিক বিরক্ত। তাদের ব্যবসায় ঠিকমত পরিচালনা করতে পারছে না, এমনকি নতুন ইন্ড্রাস্ট্রিজ সেটাপ করতে শংকিত। সুতরাং আমরা শিল্পপতি সহ সকল ব্যবসায়ীদের নির্ভিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করবো, ইনশাআল্লাহ।