নারায়ণগঞ্জ–৫ (সদর–বন্দর) আসনে গণসংহতি আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী তারিকুল ইসলাম সুজন শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ ও ১২ নং ওয়ার্ডে জোরালো ও ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
গণসংযোগের সময় তিনি বলেন, এমপিগিরী নয়, সন্ত্রাস-মাদক নয়, সমস্যা সমাধানের লক্ষ্য, সদর-বন্দরের গুণগত পরিবর্তনের জন্য এই নির্বাচন। দীর্ঘদিনের অন্যায়, দুঃশাসন, লুটপাট ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি নির্বাচন করছি।
গণসংযোগকালে তিনি এলাকার প্রধান সড়ক, অলিগলি, বাজার, শ্রমিক মহল্লা ও সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি মাথাল মার্কায় ভোট প্রদানের আহ্বান জানিয়ে বলেন, নারায়ণগঞ্জ আজ একটি পরিকল্পিত লুটপাটের শহরে পরিণত হয়েছে যেখানে সাধারণ মানুষ বঞ্চিত, আর ক্ষমতাসীনদের আশ্রয়ে থাকা গোষ্ঠী ফুলে-ফেঁপে উঠছে।
তারিকুল ইসলাম সুজন বলেন, “নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকার মানুষ বছরের পর বছর দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাজনৈতিক সন্ত্রাসের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবা আজ ধ্বংসের মুখে। এই পরিস্থিতি কোনো দুর্ঘটনা নয় এটি শাসকগোষ্ঠীর পরিকল্পিত ব্যর্থতা। মাথাল মার্কা হলো এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক, জনগণের শক্তিকে সংসদে পৌঁছে দেওয়ার হাতিয়ার।”
গণসংযোগকালে স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং পরিবর্তনের রাজনীতির প্রতি দৃঢ় সমর্থন জানান। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাথাল মার্কার পক্ষে অবস্থান নিয়ে অবিলম্বে নারায়ণগঞ্জকে দখলদার ও দুর্নীতিমুক্ত করার দাবি জানান।


































আপনার মতামত লিখুন :