২৩ জানুয়ারী শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুহাম্মাদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ফাজেলপুর মাঠে নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
তিনি বলেন, মানুষ এখন নীতিগত রাজনৈতিক পরিবর্তন চায়, তারা ইসলাম চায়, স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ বিভিন্ন মতবাদের সরকার দেখেছে গণতন্ত্র দেখেছে, সমাজতন্ত্র দেখেছে, সমাজতন্ত্র দেখেছে কিন্তু সকলেই আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। এখন এদেশের মানুষ পরিবর্তন চায়, শান্তি চায়, মুক্তি চায় আর এই শান্তি ও মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম।
তিনি আরো বলেন, তাই আমরা এখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যে এবার আমরা ইসলাম দেশ ও মানবতার স্বার্থে ইসলামী শরীয়ত বাস্তবায়নের লক্ষে এককভাবে নির্বাচন করবো। আপনারা জানেন যেখানে শরীয়ত ও ইসলাম উপেক্ষিত সেখানে আমাদের আপোষ নেই অতএব তাই আমরা ইসলাম দেশ ও মানবতার স্বার্থ উপেক্ষা করে কারো সঙ্গী হয়নি। অতএব, আমি নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন। হাতপাখা কখনো ইসলাম দেশ ও মানবতার স্বার্থে কারো সাথে আপোষ করেনি।
বক্তব্য শেষে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন আমি তাকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম।
উক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করীম আবরার, মুফতি হাবিবুর রহমান মিছবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।


































আপনার মতামত লিখুন :