নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর রেল লাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে আগুন ধরে।
জানা গেছে, ৫নং ওয়ার্ডস্থ উত্তর আজিবপুর রেললাইন সংলগ্ন তিন রাস্তার মোড়ে টিনশেডের একট মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এতে মার্কেটের পাঁচটি দোকান আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে,কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটে যাওয়া অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।
আদমজী ফায়ার সার্ভিসের লিডার আজহারুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছি। দোকানগুলো পোড়াতে ১৫ লাখের মতো ক্ষয়ক্ষতি হতে পারে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া বলেন, আমি ছুটিতে রয়েছি। বিস্তারিত অফিস থেকে জানা সম্ভব।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক জানান, আগুন কিভাবে লেগেছে এখনো নিশ্চিত হইনি। তবে ৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আমাদের টিম ঘটনাস্থল গিয়েছিল।







































আপনার মতামত লিখুন :