এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথম পোস্টার ছাড়াই শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীদের পোস্টার ছাড়াই প্রচার প্রচাণা করতে হবে। সেই সাথে প্রচার-প্রচারণার সময় আচরণবিধি লঙ্ঘনে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আচরণবিধি ভাঙলে অভিযুক্ত ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিধান লঙ্ঘনে আরপিওতে প্রার্থিতা বাতিলেরও বিধান রয়েছে।
ফলে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আসনগুলোতে নির্বাচনের আমেজ তেমন পরিলক্ষিত হচ্ছে না। শহর ও শহরের বাইরে তেমন পোস্টার দেখা যাচ্ছে না। সেই সাথে এখনও ব্যানারও তেমন পরিলক্ষিত হচ্ছে না। একই সাথে প্রার্থীরা মাঠে প্রচার প্রচারণায় নামলেও পোস্টার ছাড়া আমেজহীনই থেকে যাচ্ছে এবারের জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।
সেই সাথে প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে। প্রচারসামগ্রীতে পলিথিন, রেকসিনের ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রচারের সময় শব্দের মাত্রা ৬০ ডেসিবেলে রাখতে হবে। পাশাপাশি নির্বাচনি প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনরূপ শোডাউন করা যাবে না। নির্বাচনি প্রচারে যানবাহন সহকারে কিংবা যানবাহন ব্যতীত কোনো ধরনের মশাল মিছিলও করা যাবে না।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের ৫ টি আসনের ৪৭ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এই ৪৭ প্রার্থী নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন।
এদের মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূইয়া বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন মোল্লা দলীয় প্রতীক দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা সভাপতি মো. ইমদাদুল্লাহ দলীয় প্রতীক হাতপাখা, গণ অধিকার পরিষদ জেলা দপ্তর সম্পাদক ওয়াসিম উদ্দিন দলীয় প্রতীক ট্রাক, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ মহাসচিব রেহান আফজাল দলীয় প্রতিক আপেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির সদস্য নেতা মো. মনিরুজ্জামান চন্দন দলীয় প্রতীক কাস্তে ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল জাহাজ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
একইভাবে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক কার্যকরি সদস্য আতাউর রহমান খান আঙ্গুর কলস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিসদ সদস্য মো. ইলিয়াস মোল্লা দলীয় প্রতীক দাড়িপাল্লা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাবেক সভাপতি মো. হাফিজুল ইসলাম দলীয় প্রতীক কাস্তে, গণঅধিকার পরিষদ জেলা সহ সাংগঠনিক সম্পাদক কামরুল মিয়া দলীয় প্রতীক ট্রাক ও ইসলামী শ্রমিক আন্দোলনে কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. হাবিবুল্লাহ দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মাঠে রয়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (বহিস্কৃত) মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইকবাল হোসেন ভূঁইয়া দলীয় প্রতীক দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গোলাম মসীহ দলীয় প্রতীক হাতপাখা, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী দলীয় প্রতীক ট্রাক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান মুন্সী দলীয় প্রতীক বটগাছ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ সাধারণ সম্পাদক মুহা. শাহাজান দলীয় প্রতীক রিকশা, গণসংহতি আন্দোলন জেলা নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাশ দলীয় প্রতীক মাথাল, জনতার দল জেলা সভাপতি আব্দুল করিম মুন্সী দলীয় প্রতীক কলম, আমার বাংলাদেশ পার্টি (এবি) নেতা আরিফুল ইসলাম দলীয় প্রতীক ঈগল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ঘোড়া প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।
অন্যদিকে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য (বহিস্কৃত) শাহা আলম হরিণ, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (বহিস্কৃত) মুহাম্মদ গিয়াস উদ্দিন ফুটবল, বাংলাদেশ রিপাবলিকেশন পার্টি নেতা মোহাম্মদ আলী দলীয় প্রতীক হাতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় উলামা মাশায়েক আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন কাউছার দলীয় প্রতীক হাতপাখা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন দলীয় প্রতীক শাপলা কলি, বিএনপির জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী দলীয় খেজুর গাছ, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর সহ সভাপতি আনোয়ার হোসেন দলীয় প্রতীক রিকশা, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি সুলাইমান দেওয়ান দলীয় প্রতীক মোটরগাড়ি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সদস্য সেলিম মাহমুদ দলীয় প্রতীক মই, জাতীয় পার্টির ছালাউদ্দিন খোকা মোল্লা লাঙ্গল, গণঅধিকার পরিষদ মহানগর সভাপতি আরিফ ভূঁইয়া দলীয় প্রতীক ট্রাক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সদস্য ইকবাল হোসেন দলীয় প্রতীক কাস্তে ও বাংলাদেশ সুপ্রিম পার্টি নেতা সেলিম আহমেদ দলীয় প্রতীক একতারা নিয়ে মাঠে রয়েছে।
একই সাথে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল ইসলাম মামুন দলীয় প্রতীক দেয়াল ঘড়ি, মুক্তিজোট নেতা এইচএম আমজাদ হোসেন মোল্লা দলীয় প্রতীক ছড়ি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেলা কমিটির সদস্য আবু নাঈম খান বিপ্লব দলীয় প্রতীক মই, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ হাতপাখা, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী দলীয় প্রতীক চেয়ার, স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন ফুটবল, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল ইসলাম দলীয় প্রতীক মাথাল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নেতা মন্টু চন্দ্র ঘোষ দলীয় প্রতীক কাস্তে ও গণঅধিকার পরিষদ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ দলীয় প্রতীক ট্রাক নিয়ে মাঠে রয়েছেন।
কিন্তু এসকল প্রার্থীরা কেউই প্রচার প্রচারণার জন্য পোস্টার লাগাতে পারবেন না। পোস্টার লাগাতে গেলেই তাদের পড়তে হবে বিপত্তির মুখে। ফলে সকল প্রার্থীরাই পোস্টার নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।


































আপনার মতামত লিখুন :