খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াতে ইসলামী ও এনপিসি সহ ১০ দল সমর্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের নির্বাচনী প্রচারণা উপলক্ষে ২৩ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক দলীয় প্রার্থী মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদের পরিচালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী বশীর আহমদ, জামায়াতের বন্দর উপজেলা আমীর মাওলানা খুরশিদ আলম ফারুকী, উত্তর থানা আমীর মুফতী আতিকুর রহমান, দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী, খেলাফত মজলিসের বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, বন্দর থানা আহবায়ক তানভীর জিসান প্রমুখ।


































আপনার মতামত লিখুন :