আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলা চত্তরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুর সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি সমগ্র বাঙালি জাতির প্রাণের উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ উৎসবে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। অতীতেও ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও দলমত নির্বিশেষে পাশে থাকার চেষ্টা করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মনিরুজ্জামান, কামরুজ্জামান ভূঁইয়া মাসুম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক সুমিত রায়, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, যুবদল যুগ্ম আহবায়ক কাউছার আহমেদ, নোবেল মীর, মহিলা নেত্রী সালমা আক্তার কাজলসহ সনাতন ধর্মাবলম্বী প্রায় তিন শতাধিক মানুষ।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পর উপজেলার ৩৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন আজহারুল ইসলাম মান্নান।
আপনার মতামত লিখুন :