ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবলে নারায়ণগঞ্জ কলেজ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সরকারী তোলারাম কলেজকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে নারায়ণগঞ্জ কলেজ জেলা পর্যায়ে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে তারা জোন পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
নারায়ণগঞ্জ কলেজের এই জয়ে কলেজের অধ্যক্ষ ড. মো. ফজলুল হক রুমন রেজা অভিনন্দন জানিয়েছেন। খেলায় নারায়ণগঞ্জ কলেজের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আব্দুল্লাহ পারভেজ।
সেই সাথে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন রিফাতুর রহমান লিখন এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের শিক্ষক আরিফ মিহির।









































আপনার মতামত লিখুন :