News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হত্যা মামলায় এসএম রানা ৪ দিনের রিমান্ডে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৮:০৪ পিএম হত্যা মামলায় এসএম রানা ৪ দিনের রিমান্ডে

গডফাদার শামীম ওসমানের শ্যালক তানভীর আহাম্মেদ টিটুর পার্টনার খ্যাত এসএম রানার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত।

সোমবার নারায়ণগঞ্জর সদর থানার একটি বৈষম্য বিরোধী হত্যা মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি  এস. এম রানাকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

২০ ফেব্রুয়ারি পিবিআই একটি হত্যা মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করে । এ মামলায় তাকে আদালতে ৩ দিনের রিমান্ডে পাঠায়।

পিবিআই সূত্র থেকে জানা যায়, এসএম রানা একজন সন্ত্রাসী প্রকৃতির লোক গডফাদার শামীম ওসমান ও তার শ্যালক তানভীর আহমেদ টিটুর ছত্রছায়ায় হত্যা, গুম, দুর্নীতি, চাঁদাবাজী, জমি দখল সহ নানা অপকর্মে লিপ্ত ছিল এই রানা।

১৯ জুলাই ২০২৪ তারিখে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে গডফাদার শামীম ওসমান ও তার শ্যালক তানভীর আহমেদ টিটুদের সাথে এসএম রানা নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে ছাত্র জনতার ওপর গুলি ও হত্যাকান্ডে সরাসরি জড়িত ছিল। এসএম রানা ছাত্রদের উপর হামলা করার জন্য শতশত আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সন্ত্রাসী বাহিনীকে নারায়ণগঞ্জ ক্লাবে একত্রিত করে আশ্রয় দিয়েছিল এবং ছাত্রদের উপর হামলা করার জন্য অস্ত্র, গোলাবারুদ, রাম-দা সহ বিভিন্ন মরণাস্ত্র সরবারহ করেছিল।

১৯ জুলাই ২০২৪ তারিখে সংঘঠিত ঘটনার একটি ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এসএম রানা ঘটনার দিন সাদা পাঞ্জাবী, পায়জামা ও মুখে সাদা মাস্ক পরিহিত অবস্থায় থেকে ছাত্র হত্যায় নেতৃত্ব প্রদান ও হামলা চালাচ্ছিল। ১৯ জুলাইয়ের সেই হামলায় নয়ামাটি এলাকার ৬ বছরের শিশু রিয়া গোপ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এই হত্যাকান্ডের সাথেও জড়িত শামীম ওসমান ও এসএম রানা তাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার কারণে মারা যায় নিষ্পাপ রিয়া গোপ। ০৫ আগস্টের সরকার পতনের পরে আত্মগোপনে চলে যায় এসএস রানা। ৫ আগষ্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় মামলা বৈষম্য বিরোধী বিভিন্ন মামলায় আসামী করার অভিযোগ উঠেছে এসএম রানা বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ ক্লাবের সহ-সভাপতি থাকাকালীন সময়ে সভাপতি তানভীর আহমেদ টিটুর সহযোগীতায় কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে এই রানার বিরুদ্ধে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ শাখাকে দুর্নীতির আখড়ায় পরিনত করেছিল এই এস.এম রানা গং ।

Islam's Group