News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

চারদিনের রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৫, ০৭:৩৮ পিএম চারদিনের রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান (১৯) হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমিন কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় চারদিনের রিমান্ড শেষে আসামী সাবেক আইনমন্ত্রী মোঃ আনিসুল হককে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আদালতে হাজির করে সিআইডি পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে পুনরায় কারাগারে ফেরত পাঠানো হয়।

এর আগে গত ২৮ এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদ্রাসা ছাত্র সোলাইমান হত্যার ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৪ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য গত ১০ আগস্ট তাকে নারায়ণগঞ্জে আনে মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। সোলাইমানের ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সহ ৫১ জনের মাম উল্লেখ করা হয়েছে।

Islam's Group