নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক ৩টি স্থানে মিনিবাস-সিএনজি এবং ফুটওভারব্রীজে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় অজ্ঞাতনামা ৫৭ জন আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারীর বিরুদ্ধে মোট ৩টি মামলা দায়ের করা হয়েছে। হামলাকারীরা দলীয় এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে পরিবহনে আগুন ধরিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) রাতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
এর আগে শনিবার মধ্য রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা ৩টি দায়ের করা হয়। এ বিষয়ে ওসি শাহিনূর আলম বলেন, ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
তার আগে গত শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে শিমরাইলের সড়ক ও জনপথ (সওজ) অফিসের প্রধান ফটকের সামনে পার্কিং অবস্থায় নাফ পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়।
চালক সোহাগ মিয়া স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মিনিবাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তার দাবি, এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে হাইওয়ে পুলিশ এসে পুড়ে যাওয়া বাসটি জব্দ করে।
অপরদিকে, গত ১২ নভেম্বর রাতে জালকুড়ি এলাকায় সিএনজিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সিএনজি চালক বাবুল মিয়া জানান, দুই যাত্রী নিয়ে ওই এলাকায় পৌঁছালে ২০-২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরে হামলাকারীরা তার সিএনজিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। সিএনজিটি পরে জব্দ করা হয়।
এছাড়াও একইদিন মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ফুটওভার ব্রিজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসময় একজনকে আটক করে পুলিশের সোপর্দ করে স্থানীয়রা। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :