নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জিহাদুল ইসলাম (২০) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ৯ নভেম্বর রাত সাড়ে ৯ টায় নাসিক ১নম্বর ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্ত্বর এলাকা হতে এই কারবারি গ্রেফতার হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।
গ্রেফতারকৃত মাদক কারবারি কক্সবাজারের টেকনাফ থানার জিয়াউর রহমানের ছেলে। সে বর্তমানে পাইনাদী নতুন মহল্লা সংলগ্ন পিএমএর মোড়ের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
(ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উক্ত কারবারি গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালত প্রেরণ করা হবে।








































আপনার মতামত লিখুন :